
মেহেদী হাসান
১৬ মে র্যাব-৩ এর একটি চৌকষ আভিযানিক দল রাজধানীর ওয়ারী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মাদক সম্রাজ্ঞী ১। লাবনী আক্তার (৩৬) ২। মোঃ আক্তার হোসেন (৩৪) ৩। মোঃ মনিরুল্লাহ ড্যানি (৩২) ৪। মোঃ মোক্তার হোসেন (৩৬) ৫। মোঃ আল আমিন মোহসিন (৩৯) ৬। মোঃ মিলন মিয়া (৪৫) ৭। রুপা বেগম (২৮)গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত লাবনী আক্তার মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা। দীর্ঘদিন যাবৎ চক্রটি অভিনব পদ্ধতিতে পরষ্পরের সাথে যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার উখিয়া সীমান্তবর্তী এলাকা থেকে ক্রয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। তারা যাত্রীবেশে ও পণ্যবাহী গাড়িতে মালামাল পরিবহনের আড়ালে সীমান্তবর্তী এলাকা হতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ক্রয়- বিক্রয় করতো।
চক্রটি সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় করে নিয়ে এসে রাজধানীর ওয়ারী থানাধীন টিকাটুলি এলাকায় বিক্রয় করার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল কর্তৃক হাতেনাতে গ্রেপ্তার হয়। এসময় তাদের নিকট হতে অবৈধ মাদক দ্রব্য ৫৭৬৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ২,৬০,৯৬৫/-টাকা জব্দ করা হয়। এসকল মাদক ব্যবসায়ী চক্রের সদস্যদের আইনের আওতায় আনার জন্য র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে দৈনিক আলোকিত সকাল এর প্রতিবেদকে জানান মোঃ শামীম হোসেন সহকারী পুলিশ সুপার,স্টাফ অফিসার (মিডিয়া) র্যাব ৩





























