
রাজশাহীতে ইংরেজী মাধ্যম সামিট স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসকের পক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি টুকটুক তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদার বখশ্ গার্হস্থ্য অর্থনীতি কলেজ রাজশাহীর অধ্যক্ষ এবং সামিট সার্ভিস প্রা. লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সালমা রহমান।
সভাপতিত্ব করেন সামিট সার্ভিস প্রা.লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আশরাফুল ইসলাম বুলবুল।
শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। ব্যান্ডের তালে ছাত্রছাত্রীরা কুচকাওয়াজের মাধ্যমে অতিথিদের অভিবাদন জানিয়ে মাঠ প্রদক্ষিণ শেষে নৃত্যগুরু হাসিব পান্নার নির্দেশনা ও সাদিকা সারোয়ার উপমা'র সহযোগিতায় স্কুলের শিশুরা বর্ণিল সাজে দৃষ্টিনন্দন ডিসপ্লে প্রদর্শন করে। পরবর্তী পর্বে অনুষ্ঠিত হয় বিভিন্ন ইভেন্টে ছাত্রছাত্রীদের দৌড় ঝাঁপ প্রতিযোগিতা। শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ও বিপুল দর্শক আয়োজন উপভোগ করেন।
সার্বিক তত্বাবধানে ছিলেন সামিট স্কুলের প্রিন্সিপাল বেগম ইসাবেলা সাত্তার।





























