
হুজায়ফা হিজল, রায়গঞ্জ:
কৃষি পুনর্বাসন প্রণোদনা সহায়তার আওতায় আখ ও গুড় উৎপাদন বাড়াতে সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আখের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জ উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ১০ জন কৃষকের প্রত্যেককে ৬৩০ কেজি আখের বীজ, ২২ কেজি করে টিএসপি সার, ১৮ কেজি করে এমওপি সার এবং সেচ বাবদ প্রত্যেককে নগদ ১ হাজার ৪৪০ টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা। তিনি বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে একদিকে কৃষকের উৎপাদন ব্যয় কমবে, অন্যদিকে মাঠপর্যায়ে আখ ও গুড় উৎপাদন বৃদ্ধি পাবে। এতে কৃষক আর্থিকভাবে আরও স্বাবলম্বী হতে পারবেন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাজিম হোসেন, সাংবাদিক মো. গোলাম মুক্তাদিরসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট কৃষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





























