
নীলফামারী প্রতিনিধি
রংপুরে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে যাত্রা শুরু করলো ‘আপডেট হেলথ সেন্টার’। বুধবার (২১ জানুয়ারী) দুপুরে নগরীর চার্চলেন, রোড- রোড নং- ০৩ বাসা-৩৫৪, জুম্মাপারা, সিটি পৌর বাজার, রংপুর এলাকায় কেন্দ্রটির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দায়ামাত বারকাতুহুল আলিয়া আল জামিয়াতুল করিমিয়া নুরুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোঃ মাহমুদুল হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চিকিৎসা পেশাজীবীরা।
এ সময় বক্তারা বলেন, আপডেট হেলথ সেন্টার এলাকার সাধারণ মানুষের জন্য মানসম্মত ও আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই সেন্টারে ডিভাইস কসমেটিক্স খৎনা, হিজামা বা কাপিং থেরাপি, বিনা অপারেশনে পলিপাস, পাইলস, টনসিল ও আঁচিল চিকিৎসা সেবা প্রদান করা হবে। এছাড়াও যে কোনো ধরনের যৌন সমস্যার স্থায়ী সমাধান দেওয়া হবে বলে জানান কর্তৃপক্ষ।
কেন্দ্রটির তত্ত্বাবধানে রয়েছেন এইচ.এম.এম.ইমানুর রহমান (সোহাগ),
ডি এইচ.এম এস ঢাকা, ডি এম এ সাতক্ষিরা, আই.টি.এ (সরকারী প্রশিক্ষন প্রাপ্ত) বিশেষ প্রশিক্ষন প্রাপ্ত সুন্নাহ্ অল্টারনেটিভ ট্রেনিং প্রাপ্ত ঢাকা।
স্থানীয়রা জানান, আধুনিক ও বিকল্প চিকিৎসা পদ্ধতির এমন একটি কেন্দ্র চালু হওয়ায় তারা উপকৃত হবেন। জরুরি সেবা ও সিরিয়ালের জন্য হটলাইন নম্বরও চালু করা হয়েছে।





























