
মনোয়ার শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বুধবার বিকালে শাজাহানপুর উপজেলার জগন্নাথপুর দাখিল মাদ্রাসায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ।
মাদ্রাসার শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে আয়োজিত
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ এনামুল হক শাহীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য ও খরনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আলী হায়দার (তোতা),
বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মারুফ হোসেন সজিব ও মোঃ বুলবুল আহমেদ (ছনি)।
মিজানুর রহমান শামীম জায়গার,শারিক আহমেদ,
উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসারপ্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ কালাম আজাদ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাফিজুর রহমান, সভাপতি খরনা ইউনিয়ন বিএনপি, সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী (রনি), মহসিন আলী সাজু, আরমান হোসেন, দুদু মিয়া,আমিনুল, মাবলুর,
দেলোয়ার, রাজ্জাক, মোছার, তাজ নুর,মাসুদ রানা,
দিনব্যাপী আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় মাদ্রাসার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




























