
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবার গুঁড়া ও একটি মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার ১০ জানুয়ারি সকাল প্রায় ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় পিডিকে কনসোর্টিয়াম সিএনজি রি-ফুয়েলিং স্টেশন লিমিটেডের সামনে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আমান উল্লাহ (৩০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নারায়ণগঞ্জের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক মো. রাজা মিয়ার নেতৃত্বে একটি দল অভিযানটি পরিচালনা করে। এ সময় আমান উল্লাহর কাছ থেকে ১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭ গ্রাম ইয়াবার গুঁড়া এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি এর আগেও একাধিকবার অবৈধভাবে ইয়াবা সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার আমান উল্লাহ কুমিল্লা জেলার মেঘনা থানার চালিভাঙ্গা ইউনিয়নের টিটিরচর পূর্বপাড়া এলাকার বাসিন্দা।





























