
মোঃমাহবুবুর রহমান রানা সাটুরিয়া প্রতিনিধি মানিকগঞ্জের সাটুরিয়ায় ভূমি সেবা সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে সোমবার সকাল ১১ টার দিকে এক র্যালী ও আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে সহকারী কমিশনার (ভূমির) সেবা গ্রহীতার সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান।এসময় সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু,ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জুলফিকার হায়দার, আজাহার আলী,সার্ভেয়ার আরফান উল্লাহ, নাজির কাম ক্যাশিয়ার রাফিউল ইসলাম রাফি,সার্টিফিকেট পেশকার শাহাদাত হোসেনসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা বলেন, এখন স্মার্ট ভূমিসেবা দেওয়া হচ্ছে।জমির মালিকরা এখন ঘরে বসেই নামজারী ও খাজনা প্রদান করতে পারছেন।


































