
মো: ফখর উদ্দিন, ষ্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সেনবাগে মানবিক সংগঠন হিসেবে সুপরিচিত সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার নতুন অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সেনবাগ পৌর শহরের পোস্ট অফিস সড়কে ওয়ান ব্যাংকের তৃতীয় তলায় অবস্থিত নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়।
সামাজিক ও মানবিক সংগঠনটির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার অন্যতম পরিচালক এবং সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিম চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার পরিচালক নুর হোসাইন সুমন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রাখেন, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মহি উদ্দিন মহিন, পরিচালক নুর মোহাম্মদ সিআইপি, সিআইপি ওমর ফারুক চৌধুরী, আমিরুল ইসলাম বাদশা।
এছাড়াও বক্তব্য রাখেন-সেনবাগ জামিয়া মাদানিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা নুরুল ইসলাম,
সেনবাগ আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান, খাজুরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আতা উল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র ও দু:স্হ মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন অফিসের মাধ্যমে সংস্থার কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংস্থার পরিচালক শহিদ উল্যা মিন্টু, আব্দুল মান্নান বাবলু, রফিকুল ইসলাম রবি, ওমর ফারুক, আব্দুর রহমান ভূঁইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ী মহল।
দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।





























