
মোঃ ফজলুল করিম শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।
এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছে।১৭ মে শুক্রবার দুপুরে শেরপুর শ্রীবরদী সড়কেরগোসাই গোশাইপুর ইউনিয়নের ভারেরা বাজারের তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের জাহাঙ্গীর আলমের ছেলে হৃদয় (১৮) ও একই গ্রামের তারা মিয়ার ছেলে ফয়সাল মিয়া (১৭)। এছাড়া এ ঘটনায় একই গ্রামের মাসুম মিয়ার ছেলে মো: তৌহিদ মিয়া (১৮) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনেরা জানান,আজ শুক্রবার তিন বন্ধু মিলে জুমার নামাজ আদায়ের জন্য মোটর বাইক যোগে বাড়ি হতে বের হয়ে ভারেরা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনা স্থলে এই তিনজন গুরুত্বর আহত হয়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে একজনকে শেরপুর সদর হাসপাতালে ও অপর দুইজনকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয় ও ফয়সালকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও অমিও জ্যোতি বলেন, দুজনের মধ্যে হৃদয় ঘটনাস্থলে মারা গেছে। আর তৌহিদকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





























