
ওয়াসিম উদ্দিন সোহাগ (স্টাফ রিপোর্টার) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পূর্ব-সাচাইল গ্রামে সিগারেট থেকে সৃষ্ট আগুনে প্রায় আট লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়। তাড়াইল বাজারের উত্তরদিকে হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের ঠিক পশ্চিম পার্শ্বে রাজন মিয়ার পেট্রোলের দোকানে এই ঘটনাটি ঘটে।
জানা যায়, ১৩ মে সোমবার ১২টা ৩০ মিনিটের দিকে সিগারেটের আগুন এই অগ্নিপাতের সূচনা হয়। রাজন মিয়ার দোকানে পেট্রোলের কন্টেইনারে সিগারেটের আগুন পড়ে গিয়ে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। মুহুতেই ছড়িয়ে পড়ে। চারদিকে লোকজনের হাহাকার। হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভীত হয়ে চিৎকার করতে থাকে। পাশে মাদ্রাসার ছাত্ররাসহ কিন্ডারগার্টেন শিশুরা ভয়ে প্রতিষ্ঠান থেকে পলায়ন করে। আগুন পুড়ে যায় চারটি দোকান ও চারটি বসতঘর। খবর পেয়ে তাড়াইল ফায়ার স্টেশনের দুটি গাড়ি, করিমগঞ্জ ফায়ার স্টেশনের একটি গাড়ি এবং নান্দাইল ফায়ার স্টেশন থেকে আসা একটি গাড়ি মোট চারটি ফায়ার সার্ভিসের গাড়ী দীর্ঘক্ষণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের বক্তব্য অনুযায়ী এতে প্রায় আট লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
ভুক্তভোগীরা হলেন আজহারুল ইসলাম গোলাপ, আলেক মিয়া, আসাদ মিয়া, রফিক মিয়া ও শফিক মিয়া। তারা বলেন, আমাদের দোকানপাট, বসতঘর, আসবাবপত্রসহ ঘরের অনেক জিনিসপত্র আগুনে পুড়ে ছাই গেছে। এ ক্ষতি পোষাবার নয়।
কিশোরগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মুহাম্মাদ এনামুল হক জানান, রাজন মিয়ার দোকানে বিড়ি-সিগারেটের আগুন থেকেই অগ্নুৎ্পাতের সৃষ্টি হয়।
তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।





























