
আবুল আতা মামুন, স্টাফ রিপোর্টার:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার আজ ২৫ জানুয়ারি ২০২৬ সকালে ঢাকার আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসাধীন শিশু রোগীদের খোঁজখবর নেন। এ সময় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. একেএম আজিজুল হক, পরিচালক অধ্যাপক ডা. মোঃ মাহবুবুল হক, প্রফেসর রিয়াজ মোবারক,
উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোঃ আজহারুল ইসলামসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা হাসপাতালের চিকিৎসাসেবা, রোগী ব্যবস্থাপনা এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি শিশুদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতকরণে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগ ও প্রচেষ্টার প্রশংসা করেন এবং ভবিষ্যতে সেবার মান আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা শিশু রোগীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।





























