
কৃষ্ণ দাস, বিশেষ প্রতিনিধি:ফেনীর বাঁশপাড়া কোয়ার্টারে ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সরস্বতী পূজা। ‘সপ্তবর্ণ সংঘ’ এর উদ্যোগে ১৪৩২ বঙ্গাব্দের এই পূজা উপলক্ষে ছিল বিশেষ আয়োজন “বাণী বন্দনা”। দেবীর আরাধনার পাশাপাশি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতি আর শৈশবের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।এবারের পূজার বড় আকর্ষণ ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বায়োস্কোপ। এক সময় গ্রাম-গঞ্জের মেলায় বায়োস্কোপের যে প্রচলন ছিল, তা এখন আর দেখা যায় না। এই বায়োস্কোপ দেখে দর্শনার্থীরা আনন্দ পান এবং পুরোনো দিনে ফিরে যান। মণ্ডপে আসা বড়দের যেমন শৈশবের কথা মনে পড়েছে, তেমনি ছোটরাও পরিচিত হতে পেরেছে লোকজ সংস্কৃতির সাথে। মাতৃরূপায়নে ছিলেন কার্তিক পাল, প্রচ্ছদ ও গ্রাফিক্সে কাজ করেছেন অক্ষয় ভট্টাচার্য ও সজীব।পূজা উপলক্ষে ২২ জানুয়ারি সন্ধ্যায় “জ্ঞানের আলোয় আলোকিত হোক আগামীর পথ” শিরোনামে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নৃত্য পরিবেশন করে ফেনীর সাংস্কৃতিক সংগঠন ‘পূবালী সাংস্কৃতিক কেন্দ্র’। এছাড়া প্রথমবারের মতো গান পরিবেশন করে ব্যান্ড ‘বেদরাগ’। উৎসব প্রাঙ্গণে সকাল থেকে রাত পর্যন্ত ছিল সাধারণ মানুষের উপচে পড়া ভিড়।“বিদ্যার আলোয় পথ চলা, শুদ্ধতার সুরে মন ভরা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তবর্ণ সংঘের এই আয়োজনটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক মিলনমেলায় পরিণত হয়। স্থানীয় মানুষজন ব্যতিক্রমী এই উদ্যোগের প্রশংসা করেছেন।





























