
মোঃ ফজলুল করিম শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী উপজেলার গোপালখিলা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা খবিরুল হকের প্রতিবন্ধী ছেলে শফিকুল ইসলামের আয় উপার্জনের একমাত্র অবলম্বন অটোরিকশা টি বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চোরের দল।
১৯ মে রবিবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী প্রতিবন্ধী অটো রিক্সাচালক শফিকুল ইসলাম এর স্ত্রী। তিনি আরও জানান, সকালে ঘুম থেকে উঠে অটোরিকশা চালাতে বের হওয়ার জন্য ঘরে ঢুকে দেখতে পান সেখানে রিকশা নেই। এরপর তার স্বামীর চিৎকারে বাইরে বের হয়ে দেখি সেখানে আমাদের অটো চুরি হয়ে গেছে।
প্রতিবন্ধী শফিকুল ইসলামের স্ত্রী কান্না জড়িত কন্ঠে বলেন, আমার স্বামী প্রতিবন্ধী মানুষ এলাকার সবাই চাঁদা তুলে, এই অটো রিক্সাটি কিনে দিয়েছিল এখন, অটোটি চুরি হওয়ায় আমরা কি করে খাব।
ঐ এলাকার আরেক বাসিন্দা আব্দুল গফুর বলেন, শফিকুল খুবই অসহায় মানুষ। আমরা এই এলাকার লোকজন সবাই চাঁদা তুলে প্রতিবন্ধী শফিকুল কে এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে অটো কিনে দেই। অটোরিকশাটি চুরি হওয়ায় শফিকুল এখন দিশেহারা। তাই আমরা প্রশাসনের কাছে দাবি করি, যেন শফিকুলের চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।
প্রতিবন্ধী শফিকুলের বাবা খবিরুল হক বলেন, চোরেরা আমার ছেলের বসত ঘরে সিদ কেটে চাবি নিয়ে গভীর রাতে অটোরিকশা টি চুরি করে নিয়ে গেছে। আমার ছেলের এক হাত নেই। আরেক হাত দিয়ে খুব কষ্ট করে জীবিকা নির্বাহ করে সংসার চালায়। এখন আমার এই প্রতিবন্ধী ছেলে কি করে খাবে আমি কোন কিছুর কুল পাচ্ছি না। প্রশাসনের কাছে দাবি যাতে আমার ছেলের অটো রিকশা টি উদ্ধার করে দেওয়া হয়।
এব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাইয়ূম খান সিদ্দিকীর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এখনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করব।





























