
জুয়েল হাওলাদার, শরণখোলা প্রতিনিধিঃ
পূর্ব সুন্দরবনের টিয়ারচর এলাকা থেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী দুই জেলেকে অপহরণ করেছে। শনিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
পূর্ব সুন্দরবন বন বিভাগের শেলারচর এলাকার জেলেদের মহাজন মো. মিজান বহদ্দার রবিবার দুপুরে মোবাইল ফোনে জানান, শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সুন্দরবনের টিয়ারচর এলাকায় নদীতে মাছ ধরার সময় তার জেলেদের নৌকায় চড়াও হয় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। এ সময় দস্যুরা দুই জেলেকে জোরপূর্বক তাদের ট্রলারে তুলে নিয়ে যায়।
অপহরণের পর দস্যুরা মুক্তিপণের জন্য যোগাযোগের উদ্দেশ্যে অন্য জেলেদের কাছে একটি মোবাইল ফোন নম্বর দিয়ে গেছে। অপহৃত জেলেরা হলেন আবু হানিফ (৩২) ও খায়রুল ইসলাম (৩০)। তাদের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজুরা এলাকায়।
জেলে অপহরণের ঘটনায় শেলারচরসহ আশপাশের এলাকায় জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে বলে জানান মহাজন মো. মিজান বহদ্দার।
পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম জানান, টিয়ারচর এলাকায় জেলে অপহরণের ঘটনার বিষয়ে তিনি অবগত হয়েছেন।





























