
আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি:
শহরের কাছের জনপদ কর্ণফুলী উপজেলা প্রদীপের নীচে অন্ধকারের মতোই উন্নয়নে যোজন যোজন পিছিয়ে।অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে আধুনিক শিল্পায়ন ও পরিকল্পিত আবাসিক এলাকা গড়ে কর্ণফুলীবাসীর দূঃখ ঘুচাতে বাস্তবসম্মত পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন বৃহত্তর সুন্নিজোট প্রার্থী মাওলানা এস এম শাহজাহান।
রবিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে তিনি চট্টগ্রাম ১৩ আসনের কর্ণফুলী উপজেলার জুলধা, ডাঙ্গারচর ও আশপাশের এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি মানুষের দূঃখ-দূর্দশা, প্রাপ্তি-অপ্রাপ্তির কথা শুনেন এবং সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, বারো আউলিয়ার পূণ্যভূমি আনোয়ারায় সত্যিকারের ইনসাফভিত্তিক দেশ গড়তে ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে মোমবাতি প্রতীকে ভোট দিতে হবে। সামনের দিনগুলোতে কেউ আল্লাহর অলির মাজারে অসম্মান করলে সমুচিত জবাব দেয়া হবে।
প্রচারণাকালে দীর্ঘদিনের জরাজীর্ণ যোগাযোগ ব্যবস্থা, নাজুক চিকিতসা ব্যবস্থা ও কর্ণফুলীর ঘাটগুলোর দূরবস্থার চিত্র সরেজমিনে ঘুরে দেখেন তিনি। উপজেলা সদরের সাথে যাতায়াতে ভালো কোন রাস্তা না থাকায় হতাশা ব্যক্ত করেন। আগামী নির্বাচনে সুন্নিজোট প্রার্থী বিজয়ী হলে অগ্রাধিকার ভিত্তিতে এসব কাজ করার আশ্বাস দেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট নেতা হারুনুর রশিদ, মাওলানা মহব্বত আলী জিহাদী, ফোরকান আশরাফী, নাঈম উদ্দিন, হাফেজ সাইফুল ইসলাম, ফারুকে আজম, রাকিব, আশরাফ প্রমুখ।





























