
আহম্মদ কবির,স্টাফ রিপোর্টার তাহিরপুরঃসুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লামাগাও বাজারে আগুনের পুড় ছাই হলো চার দোকানির স্বপ্ন। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়েছে চারটি দোকান ঘরসহ নগদ টাকা,মালামাল ও আসবাবপত্র।
বুধবার( ৮মে) রাত সাড়ে ১০টায় উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের লামাগাও বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় ব্যবসায়ী লামাগাও গ্রামের মোশাররফ হোসেন জানান,দোমাল গ্রামের ওয়াজ আলীর চায়ের দোকানের সিলিন্ডার গ্যাস হতে এ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে বলে তাদের ধারণা। ধীরে ধীরে দাউদাউ করে জ্বলে ওঠা আগুন ছড়িয়ে পার্শ্ববর্তী গোয়াবাড়ি গ্রামের সাকিরুল ইসলামের মিষ্টির দোকান ও একই গ্রামের টিটু মিয়া মিয়ার মিষ্টির দোকান এবং রামসিংহপুর দাশ পাড়া গ্রামের টিটু তালুকদার এর মিষ্টির দোকানসহ চারটি দোকান ঘরসহ দোকানে থাকা সমস্ত মালামাল ও আসবাবপত্র ও নগদ অর্থসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।খবর পেয়ে স্থানীয়রা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গোয়াবাড়ি গ্রামের টিটু মিয়া জানান আমি গত এক বছর ধরে এই মিষ্টির দোকান চালু করেছি,আমার এই দোকানের উপর আমার পরিবারের দশজন সদস্য নির্ভরশীল, এই দোকানের আয় হতেই তাদের ভরণপোষণ করতে হয়।দোকানের মালামালসহ সবকিছু পুড়ে যাওয়ায় আমি দিশেহারা,আমার করার মতো আর কিছুই নেই,কি করে আমি আমার পরিবারের দশজন সদস্যের ভরণপোষণ করবো।
দোকান ঘরের মালিক লামাগাও গ্রামের মোশাররফ হোসেন জানান আমি খুব কষ্ট করে নিজের আয় থেকে ও কিছু ঋণ করে লামাগাও বাজারে একটা জায়গা কিনে একটি ঘর তৈরি করেছিলাম ব্যবসার জন্য, কিন্তু ব্যবসার টাকা জোগাতে পারিনি বলে ঘরটি ভাড়া দিয়ে দেই।এখন বয়স হয়েছে আগের মতো কাজকাম করতে পারিনি ও টাকায় আমার পরিবারের খরচের অনেকটা জোগান দিত।কিন্তু ঘরটি পুড়ে যাওয়ায় আমি দিশেহারা কি করে এই ঘর পুনরায় তৈরি করমু।স্থানীয় ইউপি সদস্য লামাগাও গ্রামের মিছবাহ উদ্দিন পলাশ জানান,আমরা রাত প্রায় সাড়ে দশটায় বাজারে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসি,এসে আমাদের গ্রাম ও আশপাশের গ্রামের লোকজন কে নিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারি।ততক্ষণে তিন-চারটা দোকান ঘর ও দোকানে থাকা আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বিষয়টি আমি আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ সাহেব ও উপজেলার প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের তাৎক্ষণিক অবগত করি।এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুরাদ জানান আমি আমার ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি জেনেছি, আমি খুবই মর্মাহত বিকালে আমি ঘটনাস্থলে যাবো।





























