
সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন মৃত্যু বরণ করেছেন।
শুক্রবার (৮ই জানুয়ারী) সন্ধ্যায় মির্জা শাহাদাত হোসেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও ১ মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।
রোববার সকাল ১০টায় মরহুমের ১ম জানাজা টাঙ্গাইল শহরে অবস্থিত বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ও পরে দেলদুয়ার উপজেলার সেহড়াতৈল গ্রামে বাদ জোহর ২য় জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর নিজ গ্রাম সেহড়াতৈলে তাঁর মায়ের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে।
মির্জা শাহাদাত হোসেনের মৃত্যুতে সেতু’র সভাপতি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ, বর্তমান সভাপতি আতাউর রহমান আজাদ, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা'সহ সেতু (এনজিও) পরিবার গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।





























