
আবু রায়হান স্টাফ রিপোর্টার
ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থী জাকির হোসেন সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে সাংবাদিকদের জাকির হোসেন বলেন, গত ২২ তারিখ থেকে আমাদের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী। দীর্ঘদিন ধরে আমি সমাজের সাধারণ মানুষের সঙ্গে থেকেছি, তাদের সমস্যার কথা শুনেছি এবং সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করেছি। আজ আমি আপনাদের সামনে হাতপাখা নিয়ে দাড়িয়েছি কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্খা নিয়ে নয় বরং একটি দায়িত্ববোধ ও জবাবদিহিমূলক রাজনীতি উপহার দেওয়ার জন্য।
তিনি আরও বলেন, ভোটে নির্বাচিত হলে টাঙ্গাইল সদরের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে সুপরিকল্পিত অবকাঠামো, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং নাগরিক সুবিধা সম্প্রসারণের মাধ্যমে। শিক্ষাখাতে নৈতিকতা, দক্ষতা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। যুব সমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে সামাজিক প্রতিরোধ, সচেতনতা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ্ব আকরাম আলী, সহসভাপতি আলহাজ্ব আনিসুর রহমান সিল্টু, আলহাজ্ব আব্দুল কাদের, ছাত্র ও যুব সম্পাদক এনামুল হক নাঈম, সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




























