
ওয়াসিম উদ্দিন সোহাগ (তাড়াইল,কিশোরগঞ্জ) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় আজ বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়। ‘তামাক কোম্পানীর হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি’ ও এশিয়ান স্পিকার্স সামিটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যয় ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ের স্লোগানকে সামনে রেখে এই দিবস পালন করা হয়। জনস্বাস্থ্য উন্নয়নে আসন্ন বাজেটে তামাকের মূল্য ও কর বৃদ্ধির দাবি জানানো হয়। শুক্রবার ৩১মে সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে এই দিবস পালন করা হয়। তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস হোসেনের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এসে সম্মিলিত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুর রউফ তালুকদারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসেন। এসময় আরও বক্তব্য রাখেন, ডা. তাশনিমুর রহমান, ডা. সারোয়ার হোসেন রনি, ডা. ফাহাদ হোসেন, তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুকুট দাস মধু, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ওয়াসিম উদ্দিন সোহাগ, সহ সাধারণ সম্পাদক রহুল আমিন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শামসুজ্জামান, সাবরেজিস্টার মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুল কাদির প্রমুখ।





























