
স্টাফ রিপোর্টার:আগামী (২২ জানুয়ারি)সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সমাবেশ সফল করার লক্ষ্যে মধ্যনগর উপজেলায় তৎপর হয়ে উঠেছেন সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব কামরুজ্জামান কামরুল।মঙ্গলবার (২০ জানুয়ারি) মধ্যনগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় কামরুজ্জামান কামরুল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সিলেটের সমাবেশ হবে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনের একটি ঐতিহাসিক মুহূর্ত।তিনি আরও বলেন, সমাবেশে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং ঘরে ঘরে সমাবেশের বার্তা পৌঁছে দিতে হবে। উপস্থিত নেতৃবৃন্দও নিজ নিজ এলাকায় সমাবেশ সফল করতে প্রচার-প্রচারণা জোরদার এবং জনসমাগম নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।সভাটি মধ্যনগর উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সমাবেশে অংশগ্রহণের প্রস্তুতিকে আরও শক্তিশালী করেছে।





























