
এম এম ইউসুফ আলী স্টাফ রিপোর্টার
নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের ঠোল্লাপাড়া গ্রামের টিম অফ ঝংকার-এর উদ্যোগে ১৯ জানুয়ারী সোমবার বিকেলে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
খেলাকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এনাম ভূঁইয়া।
খেলায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ফারুক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে স্থানীয় রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক ও সমাজসেবকরা উপস্থিত ছিলেন।
খেলার পরিচালনায় ছিলেন জনাব নাজিম উদ্দিন।
আয়োজকদের সার্বিক তত্ত্বাবধানে সুন্দর ও সুশৃঙ্খলভাবে ফাইনাল খেলা সম্পন্ন হয়।
খেলায় উড়াল পংকি ফুটবল দল চ্যাম্পিয়ন ও পাটোয়ার স্টুডেন্ট ক্লাব রানার্সআপ ট্রফি অর্জন করেন।
খেলায় অংশগ্রহণকারী দলগুলোর আকর্ষণীয় খেলা দর্শকদের মুগ্ধ করে।
আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের আয়োজন আমাদের অব্যাহত থাকবে।





























