
মোহাইমিনুল ইসলাম উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে দুটি ইটভাটার মালিককে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না থাকায় ভাটা দুটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।অভিযান চলাকালীন জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ইট তৈরির উদ্দেশ্যে কৃষিজমি থেকে মাটি সংগ্রহ করার অপরাধে উলিপুর উপজেলার তবকপুরে অবস্থিত এই ভাটাকে ১ লাখ টাকা এবং একই এলাকার এইচবিইউ বিক্রসকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার।অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। এসময় জেলা পুলিশের একটি চৌকস দল অভিযানে সহায়তা করে।





























