
(অষ্টগ্রাম)কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের উসমানপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রিবা আক্তার বাদী হয়ে অষ্টগ্রাম থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১৬
গত শুক্রবার(২৩ জানুয়ারী) ২০২৬ রোজ শুক্রবার সকাল ১১.০০ টার দিকে এ ঘটনা ঘটে।ঘটনার স্থান ওসমানপুর রিবা আক্তারের বসত বাড়িতে । এ মামলায় ১৯ জনের নাম উল্লেখ করেন এবং ৭ থেকে ৮ জন অজ্ঞাত আছে Iআসামি গুলো হল:
১ ।আমজাত হোসেন (৫৬) পিতা: মৃত হোসেন আলী ২,I লিটন মিয়া(৪০) পিতা: মানা মিয়া৩। মেন্টু মিয়া(৪৫) পিতা: ধনা মিয়া ৪ I সেন্টু মিয়া(৪৬) পিতা: মনা মিয় ৫ Iমুরাদ মিয়া(২৫) পিতা:মতলব মিয়া ৬।দিলু মিয়া ( ২৫)পিতা আমজাদ হোসেন ,৭। সাজ্জুত নিয়া পিতা হোসেন আলী ৮মোখলেস মিয়া (৩২)পিতা :ফুল মিয়া ৯সাওয়াল মিয়া (৩৫)পিতা: বজলু মিয়া ১০রবিন মিয়া পিতা মিন্টু মিয়া১১সালমান মিয়া (২৪)পিতা সেন্টু মিয়া১২ মনা মিয়া (৫৮) পিতা রৌশন মিয়া ১৩ তানজিল মিয়া (২২)পিতা :আনেস মিয়া ১৪সাইজুল মিয়া(২২) পিতা ইছাক মিয়া ১৫ মারুফ মিয়া পিতা জিতু মিয়া১৬ আফাল মিয়া(৩৭), ১৭আরিফ মিয়া,(২০)১৮ রেনু মিয়া(২৫) ১৯ফেনটা মিয়া(৩৪)
আসামি আরো সাত থেকে আট জন অজ্ঞতা আছে সর্ব ওসমানপুর ৪ নং বাংগলপাড়া ইউনিয়ন থানা অষ্টগ্রাম জেলা কিশোরগঞ্জ I ৯নং আসামি ছাওয়াল মিয়া আট আনাওজনের চেইন নিয়ে যায় যার মূল্য ৮০ হাজার টাকা I
১০ নং আসামি রবিন মিয়া পিয়ারা বেগম এর গলার থাকা বার আনা ওজনের স্বর্নের চেইন নিয়ে যায় ,যার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা I এবং ঘরের সুকেস থেকে নগদ অর্থ টেলিভিশন,ওস্বর্ণ অলংকার লুট করে, ১টি ষাড় গরু নিয়ে যায়। এ মামলায় ১৫ লাখ ষাট হাজার টাকা সমপরিমান ক্ষতিগ্রস্ত হয় বলে জানান রিবা আক্তার I
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উসমানপুর গ্রামের মনোয়ারা বেগম ও বাচ্চ মিয়া মধ্যে একটি জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধী চলে আসছিল। এরই জেরে শুক্রবার সকালে কথাকাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে দু’পক্ষ একে অপরের ওপর হামলা চালায়।
অষ্টগ্রাম থানার পুলিশ এস আই মোজাম্মেল জাননা,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থতির নিয়ন্ত্রণে করি।এখন দুই পক্ষ মামলা দায়ের করছে।তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।





























