
মোঃ শাকিল প্রধানঃ
শিক্ষা মন্ত্রনালয়ের মাদ্রাসা ই আলিয়া ডিজি প্রফেসর আঃ রশিদ, প্রিন্সিপাল ঢাকা আলিয়া মাদ্রাসা গতকাল শুক্রবার ভাটেরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন। । অত্র মাদ্রাসায় আগমন উপলক্ষে তাকে ফুল দিয়ে বরন করে নেন অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোসলেম মিয়া।
গতকাল ভাটেরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসা নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ পরিক্ষা চলাকালে কেন্দ্র ঘুরে দেখেন ডিজি আঃ রশিদ।
এসময়ে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন। অবঃ সেনা সার্জেন্ট সভাপতি আঃ মতিন, এবতেদিয়া শাখার সহকারী শিক্ষক সিরাজ মাষ্টার সহ অত্র মাদ্রাসার কমিটির সদস্য,শিক্ষক মন্ডলি,সহ গন্যমান্যগন।

































