
মনির হোসেন সুমন:
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান বলেছেন, ‘ভিটামিন 'এ' ক্যাপসুল নিরাপদ। এতে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার তেমন কোন ঝুঁকি নেই।’
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বুধবার বেলা ১২টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি কথা বলেন।
তিনি জানান, ভিটামিন 'এ 'এর অভাবজনিত অপুষ্টি ও শিশুমৃত্যুর হার কমানোর লক্ষ্যে আগামী ১ জুন জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলায়ও পালন করা হবে। ওই দিন ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরও জানান, জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে নারায়ণগঞ্জ জেলার ৫টি উপজেলায় (নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ব্যতিত) ৬ থেকে ১১ মাসের ৪১ হাজার ১৭৮ শিশুকে একটি নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লাখ ৯০ হাজার ৩০১ শিশুকে একটি লাল রংঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্র এক হাজার ৫৬টি প্রতি কেন্দ্রে মোট ২ জন শিক্ষক ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান বলেন, ক্যাম্পেইন চলাকালে জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল এবং প্রতিটি উপজেলা হাসপাতালে বিশেষ এমডিকেল টিম গঠন করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা আসিফ মাহমুদ, মেডিকেল অফিসার ডা. শিল্পী আক্তার, ইউনিসেফ এর কনসালটেন্ট ডা. শান্তা মণ্ডল, জেলা ইপিআই সুপারিনেটেনডেন্ট মো. লুৎফর রহমান, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ ও স্টোর কিপার শওকত জামান।





























