
আহম্মদ কবির, স্টাফ রিপোর্টারঃসুনামগঞ্জের মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে,চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রাজ্জাক ভুঁইয়া বলেছেন আমার বড় শক্তি আমার সম্মানিত ভোটারগন।আমি বিশ্বাস করি সব ষড়যন্ত্র রক্তচক্ষু উপেক্ষা করে তারা তাদের আমানত রক্ষা করে,আমাকে যদি যোগ্য মনে হয় আমাকেই ভোট দিবেন।নবগঠিত মধ্যনগর উপজেলার জনগণ আমরা যে কয়জন প্রার্থী হয়েছি তাদের যাচাই-বাছাই করে একজন যোগ্য সৎ ও নিষ্ঠাবান প্রার্থী কে তাদের পবিত্র আমানত ভোট প্রদান করবে।তাদের বিবেচনায় যদি আমি যোগ্য হই,আমি অনুরোধ করবো আমার মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়ে তারা সব অপকর্ম ও অপপ্রচারের সমুচিত জবাব দেবেন। গতকাল( ২৯মে)বুধবার রাতে উপজেলার চাপাইতি বাজারে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন। রাজ্জাক বলেন নির্বাচন সামনে রেখে ইদানীং কিছু লোক প্রার্থী হয়ে আপনাদের সামনে এসে রাজনৈতিক বিভিন্ন বয়ান দিতে দেখা যাচ্ছে, তারা না-কি দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত এ জন্যই এই উপজেলা পরিষদের আসনটি তাদেরই দরকার। কিন্তু আমি জানতে চাই তারা দীর্ঘদিন রাজনীতি করে জনগণের কল্যাণে কি করেছেন, তারা কয়টি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেছেন। কয়টি মসজিদ নির্মাণ করেছেন,জনস্বাস্থ্যে তারা কি কি করেছেন, বিভিন্ন দুর্যোগে কয়বার জনগণের পাশে গিয়েছেন, এমন কথা কেউ বলতে পারবে যে আমি একটি এই এলাকার মানুষের ভাগ্যের উন্নয়নে একটি শিক্ষা প্রতিষ্ঠান বা একটি মসজিদ নির্মাণ করেছি।কিন্তু আমি বা আমার পরিবার বলতে পারবে,আমরা এই এলাকার মানুষের ভাগ্যের উন্নয়নে বিদেশ থেকে ভিক্ষা করে টাকা এনে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, মসজিদ নির্মাণ রাস্তাঘাটের উন্নয়নসহ এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। আমরা মানুষের চোখের ভাষা বুঝি,তারা কি চায় আমরা সেই লক্ষ্যেই কাজ করে আসছি।এই কাজ কে তরান্বিত করতে নির্বাচন এসেছি। এখন আমাকে ঠেকাতে অন্যান্য প্রার্থীরা উঠেপড়ে লেগেছে। এ অবস্থায় সম্মানিত ভোটারগন ভোটের মাধ্যমে এসবের জবা দেবেন। উনি বলেন একটা বিষয় সবাইকে সজাগ থাকতে হবে কেউ যেন আপনার মহামূল্যবান ভোট কারচুপি করতে না পারে, প্রত্যেক ভোটার,এজেন্ট আমার প্রতিনিধি ও আমার ভোটের রক্ষক।এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মোহাম্মদ রিপন,চাপাইতি গ্রামের সালিসি ব্যক্তিত্ব স্বপন মিয়া,ভোটার আঞ্জুলক মিয়া,প্রমুখ।





























