
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিকিশোরগঞ্জের কুলিয়ারচরে ভোটারদের সচেতনতার লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ‘ভোটের গাড়ি’র কার্যক্রম উদ্বোধন করেছে উপদেষ্টা আদিলুর রহমান খান।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাধারণ ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতেই সোমবার (১৯ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলা মাঠে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আদিলুর রহমান খান বলেন, "আমাদের দেশে দীর্ঘদিন একটা ফ্যাসিবাদী ব্যবস্থা জোর করে চেপেছিল, ভোট হয়নি। জোর জবরদস্তির শাসন ছিল। সেটার অবসান ঘটানোর জন্য আবাবিল পাখির মতো বাংলাদেশের ছাত্রজনতা রাস্তায় নেমে এসেছিল"।জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্রদের অবদানের কথা উল্লেখ করে উপদেষ্টা এসময় আরও বলেন, "২০২৪ সালের জুলাই -আগস্টে সারাদেশ যখন একটা ত্রাহি ত্রাহি অবস্থা, দেশের কি হবে, মানুষের জীবন বাঁচবে কি বাঁচবে না, আয়না ঘরে বন্দিরা সব, এ অবস্থায় তারা (ছাত্ররা) নেমে এসেছিল। এবং বাংলাদেশকে মুক্ত করে গেছে"।বিগত সময়ের নির্বাচন ব্যবস্থা নিয়ে উপদেষ্টা বলেন, "নির্বাচনেতো মানুষজন ইচ্ছামতো ভোট দিতে পারে নাই। রাতে ভোট হয়ে গেছে দিনের ভোটের জায়গায়। একজনের জায়গায় আরেকজন ভোট দিয়ে গেছে"।আসন্ন নির্বাচনে জনগণকে গণভোটে "হ্যাঁ" আর "না"এর জায়গায় "হ্যাঁ"তে সিল দেওয়ার অনুরোধ করেন আদিলুর রহমান খান।অনুষ্ঠানে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইয়াসিন খন্দকার স্বাগত বক্তব্য রাখেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।এসময় আরও উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, ডিপিএইচই’র উপ-পরিচালক প্রকৌশলী মো. আব্দুল আউয়াল, উপ-পরিচালক (স্থানীয় সরকার) জেবুন নাহার শামী, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফয়জুল ইসলাম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুন্নবীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে জনসচেতনতা ও ভোটের পরিবেশ তৈরিতে এই ভোটের গাড়ির প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। পর্যায়ক্রমে এ কার্যক্রম সারা দেশে বিস্তৃত করা হবে বলেও জানান সংশ্লিষ্টরা।





























