
দুই দিন ধরে চলা আইপিএলের মেগা নিলাম শেষ হয়েছে গতকাল। নিলামে নাম দিয়েও দল পাননি বিশ্বের তাবড় আন্তর্জাতিক ক্রিকেটাররা। তবে এখনো আন্তর্জাতিক ক্রিকেটের গন্ডিতে না আসা অনেক তরুণ ভারতীয় ক্রিকেটারকে চড়া দামে কিনেছে দলগুলো। এদের মধ্যে আছেন ১৩ বছরের বালক বৈভব সূর্যবংশীও। তাকে দলে নিতে রাজস্থান রয়্যালস খরচ করেছে ১ কোটি ১০ লাখ রুপি। এদিকে এখনো আন্তর্জাতিক ক্রিকেটে পা না ফেলা প্রিয়াংশ আর্যকে পাঞ্জাব কিংস দলে নিয়েছে ৩ কোটি ৮০ লাখ রুপিতে।
এতো বেশি দামে প্রিয়াংশের মতো স্থানীয় এক ক্রিকেটারকে কেনো দলে নিলো পাঞ্জাব? এবারের নিলামে প্রিয়াংশের ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ। আর তাকে দলে নিতেই রীতিমতো কাড়াকাড়ি পড়েছিল কয়েকটি দলের মধ্যে। শেষ পর্যন্ত ভিত্তিমূল্যের চেয়ে ১৩ গুণ বেশি দামে তাকে দলে নিয়েছে পাঞ্জাব।
প্রিয়াংশ ভারতের একজন উদীয়মান বাঁহাতি ব্যাটার। প্রিয়াংশ নজরে আসেন দিল্লী প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসর দিয়ে। দক্ষিণ দিল্লী সুপারস্টার্জের হয়ে এক ম্যাচে এক ওভারে ছয় ছক্কা হাঁকান তিনি। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এমন নজির গড়েন তিনি।
সেবার দক্ষিণ দিল্লীর হয়ে টুর্নামেন্টে রানের বন্যা বইয়েছেন প্রিয়াংশ। ১০ ইনিংসে প্রায় দুইশ স্ট্রাইকরেটে তিনি করেন ৬০৮ রান, দুইটি সেঞ্চুরিও হাকিয়েছিলেন তিনি। সেই সাথে ছিল চারটি পঞ্চাশোর্ধ রানের ইনিংস। তিনি ১০ ইনিংসে ছক্কা মারেন ৪৩টি।
প্রিয়াংশের কীর্তি শুধু এটুকুই নয়, সৈয়দ মুশতাক আলী ট্রফিতে গতবার দিল্লীয় হয়ে সর্বোচ্চ রান করেছিলেন তিনি। গত সোমবারও সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তিiনি ৪৩ বলে করেছেন ১০২ রান। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়েও বিভিন্ন দলের হয়ে খেলেছেন মারকুটে এই ব্যাটার। এসব কারণেই তাকে এতো চড়া দামে দলে নিয়েছে পাঞ্জাব।







































