
পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারে এমন দুঃসময় আগে আসেনি। যার অধীনে ম্যানচেস্টার সিটির জায়ান্ট হয়ে ওঠা, প্রথম দল হিসেবে জিতেছে টানা চারবার প্রিমিয়ার লিগ—তাদের বর্তমান পারফরম্যান্স দেখলে একটু অবাক হতেই হয়। একের পর এক ম্যাচ হেরে প্রিমিয়ার লিগে ভালো অবস্থানে নেই ম্যানসিটি। দলকে ছন্দে ফেরাতে নতুন ফুটবলার টানছেন কোচ গার্দিওলা।
সেই লক্ষ্যে ব্রাজিলীয় তরুণ ভিতর রেইসের সঙ্গে কথা পাকা করে ফেলেছেন। অপেক্ষা শুধু আনুষ্ঠানিকতার। ১৯ বর্ষী ব্রাজিলীয় সেন্টার ব্যাক খেলছেন পালমেইরাসে। ইউরোপের সংবাদমাধ্যমে খবর, কয়েক সপ্তাহ ধরে চলা আলোচনা শেষে রেইসকে ছাড়তে রাজি হয়েছে পালমেইরাস। যদিও ২০২৮ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি ছিল তার।
সব ঠিকঠাক থাকলে শারীরিক পরীক্ষার পর ইতিহাদে শিগগিরই তাকে পরিচয় করিয়ে দেবে ম্যানসিটি। রেইসকে পেতে সিটিকে গুনতে হচ্ছে ৪ কোটি ইউরো বা ৩ কোটি ৪০ লাখ পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় ৪৯৮ কোটি ৩৬ লাখ টাকা। দুর্দান্ত ফুটবলশৈলীর কারণে রেইসকে উদীয়মান ভাবা হচ্ছে।
এখন পর্যন্ত খেলেছেন ২২ ম্যাচ। এরই মধ্যে ব্রাজিলের শীর্ষ লিগে খেলা ক্লাবটির ১৮ ম্যাচে ছিলেন শুরুর একাদশে। দলকে লিগের রানার্সআপ করতে দারুণ অবদান রেখেছেন। ব্রাজিল জাতীয় দলে এখনো ডাক পড়েনি। সেলেসাওদের বয়সভিত্তিক দলের হয়ে খেলেছেন ১৬ ম্যাচ।







































