
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বল হাতে দুর্দান্ত খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় পেসারদের আঁটসাঁট বোলিংয়ে সংগ্রহ বাড়াতে পারেনি টাইগাররা। ২ উইকেটে ৬৯ রান নিয়ে প্রথম দিন শেষ করা সফরকারীরা গতকাল স্কোরবোর্ডে আর ৯৫ রান যোগ করতেই অল আউট হয়। টাইগারদের ১৬৪ রানে অল আউট করার পথে দুর্দান্ত খেলেছেন ক্যারিবীয় পেসাররা।
জেইডেন সিলস একাই নিয়েছেন ৪ উইকেট, এছাড়া শামার জোসেফ পেয়েছেন ৩ উইকেট। বাকি ৩ উইকেটের ২টি নিয়েছেন কেমার রোচ আর ১টি নিয়েছেন আলজারি জোসেফ। তবে বল হাতে সিলস যা করেছেন তা নিয়েই আলোচনা হচ্ছে বেশি।
বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ দিয়ে চলতি শতাব্দীতে সবথেকে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ড গড়েছেন সিলস। টাইগারদের বিপক্ষে প্রথম ইনিংসে ১৫.৫ ওভার বল করেছেন সিলস। প্রায় ষোল ওভার হাত ঘুরিয়ে সিলস যে রান দিয়েছেন তা শুনলে যে কেউই চমকে ওঠতে পারে। ১৫.৫ ওভারে সিলস রান দিয়েছেন কেবল ৫!
১৫.৫ ওভার বোলিং করে ১০টিই মেডেন নিয়েছেন সিলস। ১৯৭৮ সালের পর এক ইনিংসে অন্তত ১০ ওভার বোলিং করা বোলারদের মধ্যে সবথেকে কিপটে বোলিং করার রেকর্ড এটিই। সবমিলিয়ে টাইগারদের বিপক্ষে সেইলসের ইকোনমি ছিলো ০.৩১৬ যা চলতি শতাব্দীতে টেস্টে এক ইনিংসে সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ড।







































