
মোঃ আমিনুল ইসলাম ভূঁইয়াঃ এডমিন অফিসার দৈনিক আলোকিত সকাল
কুমিল্লার বরুড়ায় মানবসেবা সামাজিক সংগঠন কর্তৃক পথচারীদের মধ্যে বিশুদ্ধ পানি ওরস্যালাইন ও শরবত বিতরণ করা হয়েছে। সোমবার ২৯ এপ্রিল বরুড়া জিরো পয়েন্টে বরুড়া মানবসেবা সামাজিক সংগঠনের আয়োজনে তীব্র গরম ও দাবদাহ্ পরিস্থিতিতে পথচারী, শ্রমিক ও বিভিন্ন যানবাহনের ড্রাইভারদের মাঝে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি ও শিলমুড়ি উত্তর ইউনিয়নের কাজী মমিন উল্লাহ ভূঁইয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাসান, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বরুড়া সাবেক পৌরসভা মেয়র মোঃ বাহাদুরুজ্জামান বাহাদুর, বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সহ-সভাপতি ও উপদেষ্টা সদস্য নূর উদ্দিন খন্দকার স্বপন, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইকরামুল হক, উপদেষ্টা আসাদুজ্জামান জুয়েল বিশিষ্ট ব্যবসায়ী প্রচার সম্পাদক ও রক্তঋণ সামাজিক সংগঠনিক সভাপতি সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন, উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক নোমান হোসেন, সহ-সভাপতি ফরহাদ হোসেন, ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, আইন উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ জুবায়ের হোসেন,
মোহাম্মদ ফরহাদ হোসেন, আবু হানিফ, সোলাইমান, আতাউল্লাহ্, আনোয়ার হোসেন, সুমন, নাহিদ হোসেন, নাঈম হোসেন, সহ বরুড়া বিশিষ্ট ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিন বরুড়া পৌর সদরে প্রায় ৩৫০টি বিশুদ্ধ পানির বোতল ও ১০০ লিটার ভিটামিন সি ও আয়োডিনযুক্ত সুস্বাদু শরব ও খাবার স্যালাইন মানুষের মাঝে বিতরণ করা হয়।
































