
ভ্যালেন্সিয়া ম্যাচে রেফারির সঙ্গে বাদানুবাদে জড়ানোর দায়ে জুড বেলিংহামকে লা লিগায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। গতকাল বুধবার দেশটির সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের শাস্তির বিষয়টি জানিয়েছে। লা লিগায় নিষেধাজ্ঞা পেলেও চ্যাম্পিয়নস লিগে আরবি লাইপজিগের বিপক্ষে খেলতে বাধা নেই বেলিংহামের।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানায়, রেফারিকে ঘিরে রিয়ালের খেলোয়াড় ও কোচিং স্টাফরা বাজে মন্তব্য করেছেন, গালি দিয়েছেন এবং বিতণ্ডায় জাড়িয়েছেন।
অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে লস ব্লাঙ্কোসদের কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, বেলিংহাম রেফারিকে অপমান করেননি। তিনি ইংরেজিতে বলেছিলেন ‘এটি একটি ফা…ক গোল’। তিনি এটাই বলেছিলেন যা আমরা ভেবেছিলাম। তিনি খেলা চালিয়ে যাওয়ার অনুমতি চেয়েছিলেন। তিনি যা বলেছিলেন তাতে স্পষ্ট ছিল। আনচেলত্তি এ-ও বলেন, তিনি (বেলিংহাম) বেশ উগ্র ছিলেন। কিন্তু যা ঘটেছিল এটাই স্বাভাবিক। এটা অপমান ছিল না, মোটেও নয়।’
নিষেধাজ্ঞার কারণে সেল্টা ভিগো এবং ওসাসুনা ম্যাচ মিস করবেন বেলিংহাম। ইনজুরি কাটিয়ে তিন সপ্তাহ পর ফিরলেও লা লিগায় ফের দুই ম্যাচের জন্য তাকে পাবে না রিয়াল।







































