
রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর থেকেই নিজেকে হারিয়ে খুঁজছিলেন কিলিয়ান এমবাপে। নিজের প্রিয় দলে নাম লেখালেও স্বভাবসুলভ পারফর্ম করতে পারছিলেন না তিনি। এ নিয়ে সমালোচনাও হয়েছে বেশ। এসব সমালোচনা চলার সময়েই আবার এক সপ্তাহের মধ্যে দুটি পেনাল্টি মিস করেন ফরাসি এই স্ট্রাইকার। এরপর সমালোচনাও ওঠে তুঙ্গে।
তবে নিজের বাজে সময় কাটিয়ে এমবাপে যে আবার ঘুরে দাড়াচ্ছেন সে আভাস মিলতে শুরু করেছে। গতকাল সেভিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন এমবাপে। ম্যাচটি জিতে বার্সেলোনাকে টপকে পয়েন্ট টেবিলের দুইয়ে ওঠেছে রিয়াল মাদ্রিদ।
গতকালের ম্যাচসহ টানা চার ম্যাচে গোলের দেখা পেয়েছেন এমবাপে। লস ব্লাঙ্কোসদের হয়ে সবশেষ আট ম্যাচে এমবাপে গোল করেছেন ছয়টি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ ম্যাচে তার গোল হলো ১৪টি।
এদিকে এমবাপের বাজে সময়ে দল হিসেবে রিয়ালও সংগ্রাম করছিল। তবে এসব পেছনে ফেলে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে স্প্যানশ জায়ান্টরা। আর এসবের পেছনে আত্মসমালোচনাই বিরাট ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
রিয়ালের ইতালিয়ান এই কোচ বলেন, ‘এসি মিলানের বিপক্ষে হারের পর আমরা ড্রেসিং রুমে খুব পরিষ্কারভাবে কথা বলে সবকিছু সাজিয়ে নিয়েছিলাম। আত্মসমালোচনা থেকে আমরা বুঝতে পারি, আমাদের কীসের অভাব ছিল, আর সেটা হলো মানসিক দৃঢ়তার, সম্মিলিত নিবেদনের, একটু বেশি দৌড়ানোর অভাব।’
এমবাপেও নিজের ভুল খুঁজে বের করে, আত্মসমালোচনা করেই ঘুরে দাঁড়িয়েছেন জানিয়ে আনচেলত্তি বলেন, ‘সবকিছু আমাদের যেভাবে করা দরকার ছিল, সেভাবে কাজ করে আমরা ঘুরে দাঁড়িয়েছি... এমবাপে নিজের কাজের ভুল খুঁজে বের করেছে, আর একারণেই সে এমন একটি পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে, যা আরও জটিল হতে পারত।’
২০২৪ সালে নিজেদের পারফর্ম্যান্স নিয়ে আনচেলত্তি বলেন, ‘২০২৪ সালে আমি দলকে এ প্লাস দেব। গত মৌসুমটি দুর্দান্ত ছিল। আমরা (এই মৌসুম) আরও কঠিন অবস্থায় শুরু করি, কিন্তু আমরা সময়মতো পরিস্থিতি ঠিক করতে সক্ষম হয়েছি এবং ২০২৫ এর জন্য আশা আছে, তবে এটির (এই বছরের সাফল্যের) পুনরাবৃত্তি করা কঠিন। আমরা চেষ্টা করব।’







































