
ভারতের ক্রিকেটে রাহুল দ্রাবিড় অধ্যায় সমাপ্ত হয়েছে। এখন শুরু হচ্ছে নতুন যুগ। যশ্বসী জয়সোয়াল-জস্প্রীত বুমরাহদের নতুন কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে গৌতম গম্ভীরকে। এবারের আইপিএলে তাঁর অধীনেই শিরোপা জিতে কলকাতা নাইট রাইডার্স। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজটিই হতে চলেছে ভারতের প্রধান কোচ হিসেবে গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট।
গতকালই আসন্ন শ্রীলঙ্কা সফরের সূচি ঘোষণা করেছে বিসিসিআই। এই সিরিজে লঙ্কানদের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে খেলবে ভারত। ২৬ জুলাই দুই দলের প্রথম টি-টোয়েন্টির পর বাকি দুইটি ম্যাচ হবে যথাক্রমে ২৭ এবং ২৯ জুলাই।
এরপর দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ আগস্ট। বাকি দুই ম্যাচ যথাক্রমে ৪ এবং ৭ আগস্ট অনূষথিত হবে। লঙ্কানদের বিপক্ষে আসন্ন এই সিরিজে বাড়তি নজর থাকবে হার্দিক পান্ডিয়াদের নতুন কোচ গম্ভীরের প্রতি।
এদিকে কোচ হিসেবে গম্ভীরের প্রথম সিরিজেই ভারতের দলে অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জস্প্রীত বুমরাহ থাকবেন না বলেই জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, সামনের পুরো মৌসুমের জন্য সিনিয়র ক্রিকেটাররা যাতে পুরোপুরি নিজেদের প্রস্তুত করতে পারেন এজন্যই এই তিনজনকে বশ্রাম দেয়া হয়েছে। লঙ্কান সিরিজের পর ভারত ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে। টাইগারদের বিপক্ষে সিরিজ দিয়েই রোহিত-কোহলি-বুমরাহরা আবার দলে ফিরবেন বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।







































