
সঞ্জয় চৌধুরী, চট্টগ্রাম (সীতাকুণ্ড) প্রতিনিধি
শ্রমিক -মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১ই মে বুধবার বিকাল তিনটায় স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন সীতাকুণ্ড এর বার আউলিয়ার ফুলতলা বাজার এলাকা হতে এক বর্ণাঢ্য র্যালী এবং বিভিন্ন শিল্পের শ্রমিকদের ও স্থানীয় সকল স্তরের মানুষের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইপসার কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী শাহিন। তিনি জানান , স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষমাত্রার আলোকে শ্রম অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ সুনিশ্চিত করতে বাংলাদেশের দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনাগুলো আমাদের আশা জাগায়। আর অন্যদিকে শ্রমিকদের নানা কষ্টের কথা শুনে প্রায়ই কষ্ট হয় কিন্তু আশাহীনতায় বা স্বপ্নশূন্যতায় তো টিকে থাকা যায় না! তাই স্বপ্ন দেখি, সরকারের মহাপরিকল্পনাগুলোর মাধ্যমে শ্রমজীবী মানুষের আকাঙ্ক্ষা অতিদ্রুত পূরন হবে এবং দেশে শ্রমিক মালিক ঐক বজায় থাকবে।তিনি আরো জানান,
সভ্যতার বিকাশে ও অগ্রযাত্রায় এই শ্রমিক শ্রেণীর মহামূল্য অবদান নিয়ত সুস্পষ্টভাবে স্বীকার করে সার্বিক মূল্যায়ন যতদিনে হবে না মে দিবসের সার্থকতা ততদিন পর্যন্ত অর্জিত হবে না!অন্যান্য বক্তব্যরা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে শ্রমিকদের সংসার চালাতে কষ্ট হচ্ছে তাই শ্রমিদের দৈনিক মজুরি বাড়াতে হবে এবং সকল স্তরে শ্রমিকের ন্যায্য অধিকার দিতে হবে।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক প্রতিনিধি, শিক্ষক, সাধারণ জনগণ, তরুণ প্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ ৩০০ জন ব্যক্তিবর্গ।
































