
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়।
জবি শাখার সভাপতি আব্দুল কাদের নাগিবের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জবি শাখার সাবেক সভাপতি ইসরাফিল আলম রাফিল, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানজিদ শুভ্র সহ অত্র শাখার অন্যান্য কার্যনির্বাহী সদস্যগণ এবং লেখকরা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জবি শাখার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম।
অতিথিদের বক্তব্যে ফোরামের অগ্রগতি ও সম্ভাবনার দিক উঠে আসে। ইফতারের আগ মুহূর্তে দেশবাসী এবং বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সদস্যদের জন্য মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আব্দুল কাদের নাগিব। অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান শাখার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম।
/শুভ্র






































