
লা লিগায় গতকাল মায়োর্কার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন লিগের দ্বিতীয় লেগের মাঠে নামার আগে এই ম্যাচে কাল শুরুর একাদশে ছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো এবং টনি ক্রুসরা না থাকলেও ছিলেন জুড বেলিংহাম, অরেলিয়ো চুয়ামেনি, ব্রাহিম দিয়াজরা। রদ্রিগো, ক্রুসদের বেঞ্চে থাকার এই ম্যাচে অবনমন অঞ্চলের একটু উপরে থাকা মায়োর্কার বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে বেশ বেগই পেতে হয়েছে লস ব্লাঙ্কোসদের।
মায়োর্কার মাঠে গতকাল ভিনিসিয়ুস, রদ্রিগোদের ছাড়া খেলতে নেমে প্রথমার্ধে দাপট দেখাতে পারেনি রিয়াল। নিজেদের মাঠে লস ব্লাঙ্কোসদের বিপক্ষে সমান তালেই লড়েছে মায়োর্কা। মযাচের ৩১ মিনিটে গোলের দেখা পেয়ে যেতে পারতো দলটি। তবে আন্তনিও রাইয়োর করা হেড রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিন ক্লিয়ার করার পরও তা বিপদমুক্ত হয়নি, পরে গোললাইন থেকে বল বাইরে পাঠিয়ে দেন জুড বেলিংহাম।
এর মিনিট দুয়েক পরই গোল করার মোক্ষম এক সুযোগ পেয়েছিলেন ইংলিশ এই মিডফিল্ডার। তবে বক্সের বাইরে থেকা নেয়া তাঁর বুলেট গতির শট গোলরক্ষককে পরাস্ত করলেও প্রতিহত হয় বারে লেগে।
গোলশূণ্য প্রথমার্ধের বপর অবশ্য দ্বিতীয়াশুরুতেই এগিয়ে যায় রিয়াল। ৪৮ মিনিটে দূর থেকে জোরালো শট নেন চুয়ামেনি, তাঁর শট মায়োর্কার এক ডিফেন্ডারের শরীর ছুঁয়ে ঠিকই খুঁজে নেয় জালের দেখা।
এরপর দুই দলই গোলের বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি কেউ। ফলে চুয়ামেনির করা সেই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ে ৩১ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা।







































