
আব্দুল গফুর,বগুড়া থেকেঃ
জাতীয় সামাজিক সেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই(নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে চলমান তীব্র দাবদাহে তৃষ্ণার্ত পথচারী, রিক্সা-ভ্যান চালক,ড্রাইভার-হেলপারদের মাঝে সুপেয় শরবত, বোতলজাত পানি, খাবার স্যালাইন বিতরন করা হয়েছে।
শনিবার(৪মে) পিরব বন্দরে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শিবগঞ্জ থানার এস আই আইনুরের সহযোগিতায় এমন উদ্যোগ নেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানা, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ, আইন বিষয়ক সম্পাদক শফিউল আলম ডিউ, প্রকাশনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সমাজকল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, কার্যনির্বাহী সদস্য শাহ কামাল তালুকদার , আব্দুর রহিম, আব্দুল গফুর, জামাল উদ্দিন প্রমুখ।
এসময় বিভিন্ন পরিবহন চালক,যাত্রী, পথচারীরা নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার খাবার স্যালাইন, বোতলজাত পানি ও শরবত পান করে সন্তুষ্টি প্রকাশ করেছে।
































