
মো আনিছুর রহমান (স্টাফ রিপোর্টার) ব্রাহ্মণবাড়িয়া
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলায় এ কর্মসূচি পালন করা হয়।
নেতা-কর্মীরা প্রথমে জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কালীবাড়ি মোড়, টি এ রোড, ঘোড়াপট্টি সেতু, মঠের গোড়া অতিক্রম করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।বিক্ষোভ শেষে প্রেসক্লাবের সামনে তারা সমাবেশ করেন। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক চিকিৎসক মজিবুল্লাহ মুজিব। জেলা স্বেচ্ছাসেক দলের আহবায়ক দেলোয়ার হোসেন ও সদস্য সচিব সালাউদ্দিন মোল্লার সঞ্চালানায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম ও মো. আরমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবেদ হোসেন ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াছিন বাবু।
বক্তরা বলেন, 'সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা অব্যাহত রয়েছে। জামায়ত-এনসিপি মিলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি। নির্বাচনকে বিলম্বিত করতে তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে।





























