
সম্প্রতি ভারতে অনুষ্ঠিত হয়েছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০২৪। যেখানে অসংখ্য তারকার মাঝেও ঢাকাই জামদানি গায়ে নজর কেড়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
পাশ্চাত্য পোশাকের মধ্যেও জয়ার পরনের জামদানি দ্যুতি ছড়িয়েছে ভারতের মঞ্চে। জামদানিতে যেন তিনি আরও ‘চিরতরুণ’ হয়ে ওঠেন।
গত রোববার (১ ডিসেম্বর) ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর। আমন্ত্রণ পেয়ে সেখানে উপস্থিত হন জয়া।
সম্প্রতি সে অনুষ্ঠানের বেশ কিছু ছবি পোস্ট করেন জয়া। ছবি প্রকাশের পর থেকেই আলোচনার তুঙ্গে ‘চিরতরুণ’ এ অভিনেত্রী। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জয়ার শাড়ির নকশা ও পরার ধরন।
ফেসবুকে ছবির পাশাপাশি একটি চমৎকার লেখাও পোস্ট করেন জয়া। তিনি লেখেন, ‘আমি সবসময় আমার সাজ পোশাকের মাধ্যমে আমি যে সংস্কৃতি থেকে উঠে এসেছি, তা উপস্থাপন করার চেষ্টা করি। একজন শিল্পী হিসেবে এটি আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার অনেকদিন ধরেই ইচ্ছে ছিল একই রকমভাবে জামদানি পরার ধরনকে ভেঙে একটু অন্যরকমভাবে পরার। আর তার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের চেয়ে বড় মঞ্চ কি হতে পারে। এ আয়োজনে অনেক নামিদামি শিল্পীদের সাথে দেখা হয়, আমাকে আবারো এ সুযোগ করে দেওয়ার জন্য ফিল্মফেয়ারকে অসংখ্য ধন্যবাদ।’ জয়া জানান, সুন্দর এই শাড়িটি তৈরি করতে ছয় মাস সময় লেগেছে।







































