
গত ১১ বছরে সড়ক দুর্ঘটনায় এক লাখ ৫ হাজার ৩৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ৪৯ হাজার ৮৪৭ জন।
সোমবার (২১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এই তথ্য দেন।
মোজাম্মেল হক চৌধুরী জানান, ওবায়দুল কাদের পরিবহনে বিশৃঙ্খলা, ভাড়া নৈরাজ্য, চাঁদাবাজি দুর্নীতি রোধে ব্যর্থ হওয়ায় সড়কে দুর্ঘটনা বেড়েছে। ছাত্র-জনতার আন্দোলনে সরকার পরিবর্তন হলেও সড়ক পরিবহন সেক্টরে ওবায়দুল কাদেরের প্রেতাত্মারা পদে বসে আছে।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব আরও জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন সড়কে ভয়াবহ যানজট বিশৃঙ্খলা থামাতে না পারলে বর্তমান সরকারকে ভয়াবহ খেসারত দিতে হবে। পরিবহন খাকে জঞ্জালমুক্ত করতে হলে সংস্কার প্রয়োজন। তাই জরুরি পরিবহন সংস্কার কমিশন গঠনের প্রস্তাব দেন তিনি।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুবায়েত ফেরদৌস জানান, শেখ হাসিনা যাওয়ার পরে দুই মাস হয়ে গেল, তাও কেন পণ্যের দাম কমল না? পরিবহন খাত কেন উন্নত হলো না এমন প্রশ্নও করেন তিনি।
তিনি আরও জানান, সড়কে রেলে যা হচ্ছে তা হত্যাকাণ্ড। এসবকে দুর্ঘটনা বলা যায় না। এগুলো কাঠামোগত হত্যাকাণ্ড। সড়কে দুর্ঘটনা হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করে রাখা হয়েছে। সড়ক ও দ্রব্যমূল্যে অন্তর্বর্তীকালীন সরকার শতভাগ ফেল করেছে বলেও মন্তব্য করেন তিনি।







































