
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসকল শিক্ষার্থীরা নিহত ও আহত হয়েছেন তাদের জন্য দোয়ার আয়োজন এবং অগ্র সৈনিকেরা যাদের পরিশ্রমের মধ্যে শহরের যানজট মুক্ত পরিবেশ সৃষ্টি করে জনসাধারণের সেবা করে যাচ্ছে
সেসকল কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে দুপুরের খাবার বিতরন করেন যাত্রাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্জ বাদল সরদার। এ সময় তিনি বলেন, এটা আমাদের জন্য অনেক বেদনানায়ক। অনেক শিক্ষার্থী এবং সাধারণ জনতা আন্দোলনে মারা যায়। তাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশকে আবারো স্বাধীন করতে পেরেছি একটি স্বৈরাচারী সরকারের হাত থেকে। এজন্য আমাদের মনের অন্তস্থল থেকে তাদের জন্য দোয়া করি। এছাড়া যারা আহত হয়েছেন তাদের দ্রুত রোগমুক্তি কামনা করি। আমার ওয়ার্ডের আহত সকলকে যতটুকু পারি আমি সাহায্য সহযোগিতা করবো। কারণ সত্যিকার অর্থেই তারাই হিরো। তাদের জন্য কিছু করতে পারলে সেটা হবে আমার জন্য অনেক বড় অর্জন।
এছাড়া, আন্দোলন পরবর্তী সময় পুলিশের কর্মবিরতিতে সমাজে একটি বিশৃঙ্খলা পরিবেশের ভীতি কাজ করছিলো। কিন্তু আমাদের ওয়ার্ডের কোমলমতি শিক্ষার্থী এবং যুব সমাজ সবাই মিলেমিশে সুন্দর ভাবে সমাজকে সেবা দিয়ে গেছে। তারা এলাকা পরিষ্কার করেছে, যানজট নিরসনে ট্রাফিকের ভূমিকা পালন করেছে। সত্যিই এই এলাকার যুব সমাজ অনেক মহত কাজ করেছে। তারা এই রৌদ্রে দাড়িয়ে থেকে ট্রাফিকের কাজ পালন করেছে। এবং সারারাত ডাকাত আতঙ্কে এলাকা পাহারা দিয়েছে। তাদের এই মহত উদ্যোগ দেখে আমি সত্যিই অবাক হয়েছি। এতো সুন্দর করে তারা সমাজ ব্যবস্থা পালন করেছে এবং এলাকাকে নিরাপত্তা দিয়েছে যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমি তাদের মন থেকে ধন্যবাদ জানাই।







































