
আজহারুল ইসলাম মোহনগঞ্জ নেত্রকোনা 'স্মার্ট পুলিশ স্মার্ট দেশ,শান্তি প্রগতির বাংলাদেশ' এই আদিপাত্য নিয়ে
নেত্রকোনার মোহনগঞ্জ থানায় সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় থানা চত্বরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।
ওসি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সুমন কুমার দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান দিলীপ দত্ত, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এডভোকেট আব্দুল হান্নান রতন, ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী ও হাবিবুর রহমান এছাড়াও সাংবাদিক, শিক্ষক, পৌরসভার কমিশনার বৃন্দসহ রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
অতিরিক্ত পুলিশ সুপার(বারহাট্টা সার্কেল) সুমন কুমার দাস মাদকবিরোধী,চুরি,চাঁদাবাজি, বিভিন্ন অনিয়ম ও জঙ্গিবাধবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভুমিকা রাখার আহবান জানান।
তিনি বলিন,পুলিশ জনগনের শক্র নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহন করুন।পুলিশ জনগণের সেবক হয়ে পাশে থেকে সবসময় কাজ করছে এবং করবে।মাদকের সঙ্গে কোন আপোষ নেই,মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহবান জানান তিনি।





























