
তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় অস্পষ্ট ও দ্বিধাবিভক্ত ছিল বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ (বৃহস্পতিবার, ২ অক্টোবর) সুপ্রিমকোর্টে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি জানান, আওয়ামী লীগ সরকার রায়কে ভুল ব্যাখ্যা করেছে।
অ্যাটর্নি জেনারেল বলেন, 'তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সাংঘর্ষিক হবে কি না, সেটি আদালতের রায় ও পর্যবেক্ষণের ওপর নির্ভর করছে।'
তিনি বলেন, 'তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় অস্পষ্ট ও দ্বিধাবিভক্ত ছিল, আওয়ামী লীগ সরকার রায়কে ভুল ব্যাখ্যা করেছে।'







































