
মামুন শেখ রুপসা প্রতিনিধিঃ
প্রতি বছর ৩১ মে বিশ্বজুড়ে তামাকমুক্ত দিবস পালন করা হয়। বিশ্বজুড়ে ২৪ ঘণ্টা সময়সীমা ধরে তামাক সেবনের সমস্ত প্রক্রিয়া থেকে বিরত থাকাতে উৎসাহিত করার উদ্দেশ্যে দিবসটি পালন করা হয়। এছাড়াও দিবসটির উদ্দেশ্য তামাক ব্যবহারের ব্যাপক প্রাদুর্ভাব এবং স্বাস্থ্যের উপর এর নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানো হল প্রধান বিষয় এই দিনটি পালন করার।
প্রতিবছরের মতো এবারও যথাযথ গুরুত্বের সঙ্গে রূপসা উপজেলা প্রশাসন বিশ্ব তামাকমুক্ত দিবসটি উদযাপনের উদ্যোগ গ্রহণ করেন। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় রূপসা উপজেলার অফিসার্স ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজিয়া ইয়াসমিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামান, সমবায় কর্মকর্তা মোঃ ফরিদ আহমেদ, সহকারী শিক্ষা কর্মকর্তা আলী আকবর, মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার চিন্তাপাত্র, মুনসুর আলী বিশ্বাস, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ফরিদ আহম্মেদ,রূপসা রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি শেখ মাহাবুব আলম, দপ্তর সম্পাদক ফাল্গুনী দাস, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, বিএম শহিদুল ইসলাম, চিত্ত সেনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।







































