
মাসুদ রানা, স্টাফ রিপোর্টাঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার সহ ৫ প্রতিমন্ত্রী, নারী হুইপ ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যরা।
সূত্র জানায়, বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়েশা খান, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুর নাহার, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ, সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম রোকেয়া সুলতানা, নারী হুইপ অ্যাডভোকেট সানজিদা খানমসহ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা সুধিজন প্রমূখ।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।







































