
বাজারে এখন সবজি কেনাই দায় সাধারণ মানুষের। শুধু মাছ বা মাংস নয়, নতুন করে চোখ রাঙাচ্ছে মুরগীর দামও। আর কুরবানির অনেক আগেই লাগামহীন হচ্ছে মসলার বাজার।
সোমবার (১৩ মে) রাজধানীর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে দামের গরমে এখনও হাঁসফাস ক্রেতা। পেঁপে, বেগুনসহ অনেক সবজির দাম ১০০ ছাড়িয়েছে ইতোমধ্যে। কোনো সবজির দামই যেন ৭০ থেকে ৮০ টাকার নিচে নেই।
রমজানে বেড়ে যাওয়া ডাল, চিনিসহ মুদি পন্যের দাম এখনও কমেনি। তবে বাড়তে শুরু করেছে পেঁয়াজসহ সব ধরণের মসলার দাম। কুরবানির আগে যা হতে পারে আকাশচুম্বী।
এদিকে গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও চোখ রাঙাচ্ছে মুরগির দাম। ব্রয়লারে ২০ আর সোনালী মুরগীতে দাম বেড়েছে ৪০ টাকা পর্যন্ত।
বাজারের এমন দাম বাড়ার প্রতিযোগিতা বরাবরের মত ক্ষুব্ধ করে রেখেছে ক্রেতাদের। বাজার মনিটরিং নিয়ে অসন্তোষ তাদের।







































