শিরোনাম
ঝিনাইগাতী সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি নিহত ঝিনাইগাতীতে ফের জামায়াত- বিএনপির সংঘর্ষ কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল ভারত চায় না আমরা সুখে শান্তিতে থাকি-মেজর হাফিজ ফ্যাসিবদামুক্ত দেশ গড়তে 'হ্যাঁ' ভোটকে বিজয়ী করতে হবে,ব্রাহ্মণবাড়িয়ায় আসিফ মাহমুদ বেতাগাঁও বায়তুল মামুর নূরানী হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসির মাহফিল অনুষ্ঠিত নাঙ্গলকোট সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শাজাহানপুর জগন্নাথপুর দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণে নীলফামারীতে জেলা ইমাম সম্মেলন নির্বাচিত সরকার গুরুত্ব দিয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করবে - মেজর হাফিজ
বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬

ডেঙ্গু রোগীতে ঠাসা ঢাকার সরকারি হাসপাতালগুলো

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। একই সঙ্গে বাড়ছে মৃত্যুর হারও। গত আগস্টের তুলনায় সেপ্টেম্বরে রোগী বেড়েছে প্রায় তিনগুণেরও বেশি। এতে রাজধানীর সরকারি হাসপাতালগুলোর শয্যাতে রোগীর সংকুলান হচ্ছে না। বাধ্য হয়ে চিকিৎসা দিতে হচ্ছে হাসপাতালের বারান্দা ও মেঝেতে। চিকিৎসকদেরও হিমশিম খেতে হচ্ছে রোগীর চাপ সামলাতে।


দেশে ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। এই বছর এখন পর্যন্ত ৩৩ হাজার ৯৯ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১৭৪ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে,  ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চিকিৎসাধীন। আবার কাছাকাছি পরিমাণ রোগী আছে উত্তর সিটি করপোরেশন এলাকাতেও।



ঢাকার সরকারি হাসপাতালগুলোর মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী আছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৭৭ জন রোগী। ঢাকার আশপাশ থেকেও রোগী সেখানে আসছেন বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ২০ শয্যার একটি ওয়ার্ডে ৬০ জনের বেশি রোগী চিকিৎসাধীন আছেন। ওয়ার্ডে যাদের জায়গা হচ্ছে না তাদের রাখা হচ্ছে হাসপাতালের বারান্দার মেঝেতে।


ডেঙ্গু ওয়ার্ডে কর্তব্যরত নার্সরা জানান, রোগী প্রচুর আসছে, কাউকে তো ফিরিয়ে দেওয়া যায় না। আমরা চেষ্টা করছি চিকিৎসা দেওয়ার।


নরসিংদী থেকে আগত শাহরিয়ার জামিল গত ৩ দিন ধরে জ্বরে ভুগছেন, তার সঙ্গে পেট খারাপ। তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর তার প্লাটিলেট কমে যাওয়ায় এবং রক্তক্ষরণ দেখা দেওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়।



ঢাকার হাসপাতালগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানা যায়, আগস্টের চেয়ে সেপ্টেম্বরে রোগী বেড়েছে প্রায় আড়াই গুণ। সেপ্টেম্বরে ঢাকার সরকারি হাসপাতালগুলোতে রোগী ভর্তি হয়েছে ৪ হাজার ৬৮৪ জন আর আগস্টে ভর্তি হয়েছিল ১ হাজার ৮৬২ জন। বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ ঢাকার ছয়টি হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা ধারণ ক্ষমতার বেশি বলে জানা গেছে। এর মধ্যে, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ৯০ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২০ জন, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১১৩ জন এবং ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে ১৫৩ জন চিকিৎসাধীন আছেন।    


রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক এবং নার্সরা। হাসপাতালটি ঘুরে দেখা যায়, অতিরিক্ত রোগীর চাপ সামলাতে মেঝেতেও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ওয়ার্ডে জায়গা না হওয়ায় ওয়ার্ডের বাইরেও অতিরিক্ত বেড বসিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।



মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সত্যজিৎ সাহা বলেন, জ্বর, শরীর ব্যথা বা মাথা ব্যথা, পেটের সমস্যা নিয়ে রোগীরা বেশি আসছে। কিছু রোগী উপসর্গ ছাড়াও আসছে। তবে গত বছরের তুলনায় মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে মনে হচ্ছে। রোগীরা জ্বর আসার দুই দিনের মধ্যে পরীক্ষা করে পজিটিভ হলে হাসপাতালে ভর্তি হচ্ছে।


তিনি বলেন, ডেঙ্গু হলে রোগী বা সাধারণ মানুষ রক্তের প্লাটিলেট কমে যাওয়ার বিষয়টি বেশি গুরুত্ব দিয়ে থাকে। ডেঙ্গুতে প্লাটিলেট কমে যাওয়াই নয়, বরং রোগী মারা যায় ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে। তাই প্লাটিলেটের সংখ্যা ১০ হাজারের ওপরে থাকলে ও রক্তপাত (অ্যাকটিভ ব্লিডিং) না থাকলে, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই।



এছাড়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৮২ জন এবং কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ৫৬ জন চিকিৎসাধীন আছেন। সবমিলিয়ে ঢাকার ১৮টি সরকারি হাসপাতালে ৯৫৩ জন রোগী বর্তমানে চিকিৎসাধীন আছেন। সারাদেশে চিকিৎসাধীন মোট ডেঙ্গু রোগীর ২৮ শতাংশই আছে ঢাকার সরকারি হাসপাতালে। এছাড়া ঢাকার বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ৭৪৬ জন। অর্থাৎ সারাদেশে মোট রোগীর অর্ধেকই ঢাকায় চিকিৎসাধীন।


ঢাকার বাইরেও বেড়েছে ডেঙ্গু রোগী। সারাদেশের মধ্যে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। চট্টগ্রাম বিভাগে ৩৭১ জন রোগী বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন। এছাড়া খুলনা বিভাগে ২৩০ জন, রাজশাহী বিভাগে ১৩৮ জন, রংপুর বিভাগে ৭৪ জন, ময়মনসিংহ বিভাগে ১০৫ জন, বরিশাল বিভাগে ২৫৬ জন এবং সিলেট বিভাগে ১২ জন রোগী চিকিৎসাধীন আছেন।


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর শীর্ষে আছে ঢাকা। ঢাকায় এখন পর্যন্ত মারা গেছেন ১২৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এছাড়া বরিশালে ১৭ জন, চট্টগ্রামে ২২ জন, খুলনায় ১০ জন এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন। রংপুর, রাজশাহী এবং সিলেট বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর কোনও ঘটনা পাওয়া যায়নি।


স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, এই বছরের ১ জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৬৩ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯ শতাংশ নারী। আর এখন পর্যন্ত মৃত ১৭৪ জনের মধ্যে ৫১ দশমিক ১ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৯ শতাংশ পুরুষ। অর্থাৎ আক্রান্ত কম হলেও মৃত্যু হার বেশি নারীদের।


সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর বলছে, বছরব্যাপী ডেঙ্গু রোগী পাওয়া গেলেও গত তিন বছর ধরে প্রাদুর্ভাব সবচেয়ে বেশি থাকছে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে। গত বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর রেকর্ড হয়েছে। ওই বছর প্রভাব বিস্তার করে ডেঙ্গুর ডেন-২ ধরন। এবারও এই ধরনটির প্রভাবের ইঙ্গিত মিলেছে আইইডিসিআরের নমুনা বিশ্লেষণে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬৯ দশমিক ২০ শতাংশ ডেন-২ আক্রান্ত রোগী পাওয়া গেছে। এরপর ২০ দশমিক ৫০ শতাংশ ডেন-৩ শতাংশ, ১০ দশমিক ৩০ শতাংশ ৪ আক্রান্ত। তবে বিশ্লেষণে ডেন-১ আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি।


জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন মনে করেন, চিকিৎসাসেবা বিকেন্দ্রীকরণ করা জরুরি। তিনি বলেন, ঢাকা শহরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র না থাকায় সব রোগী মেডিক্যাল কলেজ হাসপাতালে আসছে চিকিৎসার জন্য। মাধ্যমিক হাসপাতাল বা প্রাথমিক পর্যায়ে চিকিৎসাব্যবস্থা থাকলে এর কয়েক গুণ বেশি রোগীর সেবা দেওয়া যেত। মৃত্যুর সংখ্যাও অনেক কমানো যেতো।


আরও খবর




ঝিনাইগাতী সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি নিহত

এম.এ.শহীদের প্রত্যাবর্তনে তৃণমূলে প্রাণচাঞ্চল্য: মধ্যনগরে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস

শরণখোলার ধানসাগর ইউনিয়নে বিএনপির আয়োজনে ধানের শীষের পক্ষে জনসভা অনুষ্ঠিত

মান্দায় আগামী সংসদ নির্বাচনে জামায়তের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ-খ.ম আব্দুর রাকিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সাতক্ষীরায় বিজিবির যৌথ টহল জোরদার

পঞ্চগড়ে জনগুরুত্বপূর্ণ মামলায় সামারি ট্রায়াল শুরু, ৩ জনের কারাদণ্ড

ঝিনাইগাতীতে ফের জামায়াত- বিএনপির সংঘর্ষ

কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল

ভারত চায় না আমরা সুখে শান্তিতে থাকি-মেজর হাফিজ

ফ্যাসিবদামুক্ত দেশ গড়তে 'হ্যাঁ' ভোটকে বিজয়ী করতে হবে,ব্রাহ্মণবাড়িয়ায় আসিফ মাহমুদ

বেতাগাঁও বায়তুল মামুর নূরানী হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসির মাহফিল অনুষ্ঠিত

নাঙ্গলকোট সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শাজাহানপুর জগন্নাথপুর দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণে নীলফামারীতে জেলা ইমাম সম্মেলন

কেন্দুয়ায় ইসলামী আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

ব্যবসায়ীর চোখ উপড়ে ও লিঙ্গ কর্তন করে হত্যা

জামালগঞ্জে ডেবিল হান্ট অপারেশনে যুবলীগ নেতা গ্রেফতার

সিংড়া উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

কক্সবাজারে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি: মাঠে নেমেছেন আপেল মাহমুদ

ঘাটাইলে শীতে খেজুর রস খেয়ে তৃপ্তি পাচ্ছে রসপ্রেমীরা

মনোনয়ন বৈধ হলেও ধোঁয়াশা: সুনামগঞ্জ-১ আসনে বিএনপির দুই প্রার্থী ঘিরে আলোচনা

আখাউড়ায় খালেদা জিয়ার দোয়া মাহফিলে বিএনপির এমপি প্রার্থী কবির আহমেদ

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ফার্মেসি মালিককে জরিমানা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের শোক

সেনবাগ উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বেলাল হোসেন শামীম

স্বতন্ত্র প্রার্থী সিগমার শোডাউনে কারণে আতঙ্কে কোমলমতি শিশু ও বৃদ্ধারা

শিকারীদের জন্য সতর্কবার্তা: টাঙ্গুয়ার হাওরে তিনজন আটক

নাইয়ারা দেশ প্রবাস উন্নয়ন ফোরামের চতুর্থ মেয়াদের কমিটি অনুমোদন

চলমান সংকট নিরসনে তৌহিদ ভিত্তিক রাষ্ট্র গঠনের বিকল্প নেই শীর্ষক কর্মী সম্মেলন

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

নির্বাচন ঘিরে নাশকতা ঠেকাতে সতর্ক নিরাপত্তা বাহিনী

নির্বাচনি মাঠে প্রতিশ্রুতি ও পাল্টাপাল্টি অভিযোগে ব্যস্ত ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে : প্রধান উপদেষ্টা

নিম্নআয়ের মানুষের ​স্থায়ী পুনর্বাসন করার অঙ্গীকার আমিনুল হকের

এনজিওগুলোর মতো, না রাজনৈতিক সরকারের মতো কাজ করছি বুঝছি না

নিয়োগ সুপারিশ পেলেন সাড়ে ১১ হাজার প্রার্থী, খালি থাকছে এমপিওভুক্ত শিক্ষকের অর্ধলক্ষাধিক পদ

দুর্নীতির মামলায় গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীর

দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে: তারেক রহমান

নির্বাচনে লেভেলে প্লেয়িং ফিল্ড নেই: নাহিদ ইসলাম

নীরব এলাকা বাস্তবায়নে কঠোর আইন প্রয়োগ করা হবে: রিজওয়ানা হাসান