
সাদিয়াত হোসেন: কালিহাতি (টাঙ্গাইল)
টাঙ্গাইলের কালিহাতীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
নারীদের সম-অধিকার, সম-সুযোগ এগিয়ে নিতে হোক বিনোয়োগ এই প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -৪ ( কালিহাতী) আসনের মাননীয় সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী এমপি
আবদুল লতিফ সিদ্দিকী বলেন, দেশকে এগিয়ে নিতে চাইলে নারীদেরকেও এগিয়ে নিতে হবে। তাদের জন্য বিনিয়োগের ব্যবস্থা করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পি দে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







































