
সাদিয়াত হোসেন: (কালিহাতী)
টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় শোক দিবস উদ্যাপন উপলক্ষ্যে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট)পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মালেক তালুকদারের সভাপতিত্বে তার নিজস্ব বাসভবনে এ বর্ধিত সভার আয়োজন করে কালিহাতী পৌর আওয়ামী লীগ।
এ সময় ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনায় নীরবতা পালন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু,
প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মোল্লা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনসার আলী বিকম,
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি এবি এম নুরুল আলম খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক ও কালিহাতী পৌরসভার মেয়র নুরনবী সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ আহমেদ রাজু, শ্রম সম্পাদক আতোয়ার রহমান সিদ্দিকী স্বপন,সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির সহ পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বর্ধিত সভা সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আলমগীর হোসেন।







































